ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

যেসব আসনে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে দু`জনকে   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ২৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৪৮, ২৫ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে অনেকের হাতে নৌকার মাঝি হওয়ার জন্য মনোনয়নের চিঠি পৌঁছে গেছে। তবে প্রতিটি আসনে একজন করে প্রার্থী হলেও কিছু আসনে দুইজন সম্ভাব্য প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে জানিয়েছেন, যেসব আসনে দুইজনকে চিঠি দেয়া হয়েছে সেগুলোতে পরে একজনকে বাছাই করা হবে।

দুইজনকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে এমন আসনগুলো হলো-   

কিশোরগঞ্জ-১: এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এ আসনে মশিউর রহমান হুমায়ুনকেও মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

ঢাকা-৫: হাবিবুর রহমান মোল্লার সঙ্গে মনোনয়নের চিঠি পেয়েছেন মনিরুল ইসলাম মনু।

হবিগঞ্জ-৪: এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের সাথে চিঠি দেয়া হয়েছে মো. মাহবুব আলীকে।

লক্ষীপুর-৩: এই আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সঙ্গে মনোনয়নের চিঠি পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক।

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি